বাদ বিবাদের দ্বন্দ্ব নিয়ে ছন্দে বাঁধিস ঘর
বুঝলিনিরে জীবন মাঝে নয়তো কেউ পর।
সবার সথেই সখ্য রেখে বুকে আঁকিস বিষ
বিষের সাথে যায় গুলিয়ে স্বপ্ন অহর্নিশ।
ভোরের আলো যেমন করে ছড়ায় চতুর্দিক
শুদ্ধ বাতাস বুক ভরে শ্বাস নিতে পারি ঠিক ।
বিভেদ যখন নদীর জল আর গাছ করে না দিতে
যখন খুশি কার্পণ্য তো কেউ করি না নিতে।
তবে কেনো ওদের দেখে শিখতে পারি নাকো
নদীর উপর বিভেদ মেটায় যেমন বাঁশের সাঁকো।
সবাই যখন নিজের মতো দিচ্ছে বিভেদ ভুলে
স্বার্থ নিয়ে চলতে গেলে পড়বে মুখোশ খুলে।