ছোট্ট একটা চারা
মাটির ওপর যেই দাঁড়াবে
ব্যস্ত হবে পাড়া।
কেউ দেবে জল ওর শিকড়ে
কেউ-বা দেবে ঘেরা
টাঙিয়ে দেবে কেউ-বা নোটিশ—
“নিষেধ পাতা ছেঁড়া।”
ভরদুপুরের রৌদ্রে চারার
কষ্ট যদি হয়
একটু ছায়ার আড়াল তাকে
কেউ দেবে নিশ্চয়।
সবার আদর-যত্ন পেয়ে
আকাশ ছুঁলে চারা
তার খুশিতে সেই পাড়াটা
হবে বাঁধনহারা।
এমনটা তো হতেই পারে…
হতেই পারে না কি?
রোজ বলে যায় সেই কথাটাই
ভোরের দোয়েল পাখি।