হোম
সূচি
পাখি হলে
ভালো হতো
ডানা হতো দুটো,
নীড় গড়ে
থাকতাম
নিয়ে খড়কুটো।
ডানা মেলি
ওড়নায়
দেশ ও বিদেশ,
বাধাহীন
ঘুরতাম
হতো বড়ো বেশ!
কাঁটাতারে
বন্দি না---
হয়ে থাকতাম,
সব দেশে
পাখা মেলে
ঘুরে বেড়াতাম।