বন্ধু মিলে ছোট্ট খোকা তাল কুড়াতে গেল—
তাল পড়তেই হুটোপুটি লুটোপুটি লাগল।
বন্ধু সব মিলে আবার ঝগড়া শুরু হোল—
কার গায়ে কত জোর এই পরীক্ষাই চলল।
একটি তাল কুড়িয়ে খোকা যেইনা বাড়ি ফেরে—
কাদা মেখে মায়ের কাছে বকা খায় জোরে।
জড়িয়ে ধরে মাকে খোকা ফুলুরির জেদ ধরে
বড়া খাবে, ফুলুরি খাবে প্রাণের আয়েশ করে।
বকা আছে,আদরও আছে মায়ের বুকে খোকার—
তালফুলুরি বানিয়ে মেটায় খোকার আবদার।
মায়ের হাতের ফুলুরি খেয়ে প্রাণে খুশির জোয়ার।
খুশিতে খোকা বলে এই ফুলুরি বানাও মাগো, আরও অনেকবার।