অষ্টম শ্রেণি
আকাশ ঘিরে পেঁজা তুলোয়
মেঘ গিয়েছে ডেকে ,
মাঠের বনে কাশফুলেরা
ভুঁই দিয়েছে ঢেকে।
দূর্গা পূজোর আগমনে
শিশু কিশোর মত্ত ,
বয়ষ্করা সব কেনাকাটা
ঘর গোছাতে ব্যস্ত ।
দূর্গা পূজার মণ্ডপেতে
লম্বা ঢাকের সারি,
আনন্দের ওই রঙিন খুশি
তাই গিয়েছে ভরি।
নূতন জামার গন্ধে আকূল
শিশু থেকে বৃদ্ধ ,
আড্ডা আসর জমজমাটে
দিন গুলি সমৃদ্ধ।