হাসি হাসি মুখখানা
দেখে লাগে বেশ
হাসি কি লুকোনো যায়
থেকে যায় রেশ!
হাসি ফোটে সারা মুখে
অঙ্কটা মিললে
একশোয় একশো পেলে
হয়ে যাবে হিল্লে।
যোগ বিয়োগ গুণ ভাগ
শিখে নাও চটপট
চাকরি নাড়বে কড়া
দরজায় খটখট।
চাকরিটা পেয়ে গেলে
মুখেও ফুটবে হাসি
সবাই বাসবে ভালো
ভালোবাসা রাশি রাশি।