মেয়েটি বড্ড কাজের
আমাদের বাসন মাজে
মুখেতে মিষ্টি হাসি
হৃদয়ে ঘণ্টা বাজে।
মেয়েটির দূর আকাশে
পাখিদের ডাকবে শুধু
ভিতরে কোন্ অজানা
মরুতে উজান ধু ধু।
মেয়েটির নেই বাবা-মা
জেনেছি অনেক পরে
অভাবে ছন্দপতন
বাতাসে শীতল ঝরে।
মেয়েটি একলা না তো
রয়েছে বাংলা জুড়ে
আমাদের বিবেক তবু
জাগে না মর্ম খুঁড়ে।