ঈশান থেকে নৈঋত-এ যায়
দল বেঁধে মেঘ ভেসে,
টুম্পি অবাক, ভাবে.....ওরা
যাচ্ছে সে কোন দেশে?
সাঁতার কেটে আকাশ পাড়ি
ছুঁয়েই-ওর গায়ে
কিচির-মিচির মেঘ-শিশুরা
পাল তুলেছে নায়ে।
আকাশ - নদীর শান্ত লহর
নীল হারিয়ে নীল,
উড়ছে? না কি ভাসছে পাখি !
—দূরের শঙ্খচিল ?
টুম্পি খুঁজে পায় না দিশে,
ভাবনাতে নেই ছুটি,
দাঁড়ায় হেসে মেঘ-শিশুরা
উধাও সে খুনসুটি ।
বলল ওরা, বন্ধু হবে.....?
ভাসবে নীলের মাঝে?
চলো, তবে আর দেরি নয়,
ফিরবে না হয় সাঁঝে।
টুম্পি বলে, পারবো না ভাই,
হোমটাস্ক সব বাকি,
বুকের মধ্যে আসমানি রঙ,
স্বপ্নের ছড়া আঁকি।