এক যে আছে হাতি
ইয়া বুকের ছাতি
আমি তো তার বন্ধু, সে তো
আমার দাদুর নাতি।
গড়ন অতিকায়
গোদা গোদা পা’য়
হাতি যখন ছোটে, তখন
সবাই নিরুপায়।
হাতির মোটা শুঁড়
গাছ ভাঙে মুড়মুড়
তোমায় পাছে আছড়ে মারে,
পালাও বহুদূর।
কুলোর মতো কান
তাতেই হাওয়া খান
তবুও গরম লাগলে কাদায়
গড়াগড়ি যান।