চাঁদের দেশে যাব বেড়াতে,
কে যাবি তেরা আয়, আয় রে!
আজ পূর্ণিমা, সন্ধ্যার পরে,
খেয়াতরীতে যাই,যাই রে!
তিন দেশের রাজকুমারী,
এল রে ছুটে, সাথে মা-বাবা।
খুকুও চল বেড়িয়ে পড়ি,
খেয়াতরীতে খেলব দাবা।
চাঁদের দেশে চাঁদবুড়ী মা,
করবে কত গল্প-গুজব!
কেমন করে চরকা কাটে,
হাত ধরে সে শেখাবে সব।
সেখানে যদি লাফায় কেউ,
শোঁ করে শূন্যে উঠবেই সে!
তূলোর মত উড়তে পার,
নানান্ মজা চাঁদের দেশে!
চাঁদ মামা তো খুশীই হবে,
ভাগ্নে-ভাগ্নীর আনন্দ দেখে।
করবে দান তারা-মানিক,
দেখলে করে হিংসা অনেকে।
তিন কন্যা যে বলবে মামু!
পৃথিবী থেকে আসবে যান।
একটু যত্ন করে দেখিও.....
তোমার আছে যা মূল্যবান।