দেখো দেখো কত সুন্দর
এই রামধনু কত মনোহর
এক পশলা বৃষ্টির শেষে তাই
আসে নিয়ে সাথে উজ্জ্বল সাত রঙ।
লাল, নীল, হলুদ, সবুজ, বেগুনি,
কালো ও আসমানী,
দিগন্ত থেকে দিগন্তে মেশে
কত বাহারে ধনুকের আকারে।
রঙ নিয়ে পড়ে যায় কাড়াকাড়ি
ছোটোরা শুরু করে মারামারি
দৌড়ে ছুঁতে যায় তারা দিগন্তে
ফিরে আসে... না জিতে অন্তে।
আজ জীবনের রঙগুলো সব ফ্যাকাসে
আসমানী রঙ গুলে দাও আকাশে,
শান্তির শীতল হাওয়া
বয়ে যাক বাতাসে।
রামধনু তুমি রঙ দিয়ে যাও
নতুন বধূর বেনারসী রাঙাও
প্রকৃতি সাজুক সবুজে
সোনারঙ ভরা সূর্য
ঘুমন্ত পৃথিবীকে জাগাও॥