৯ই আগস্ট দুর্গাপুর ইস্পাতের ট্রাঙ্ক রোড সেন্ট্রাল মাঠে নিমাই অধিকারী ও পরিতোষ ভট্টাচার্য স্মৃতি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা শুরুর আগে সৃষ্টি কিশোর বাহিনীর শিশু-কিশোররা মাঠে প্যারেডের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে। নেতৃত্বে ছিলেন মুখ্য সংগঠক সমীর বিশ্বাস।
১৫ ই আগস্ট ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রত্যেকবারের মতোই সৃষ্টি কিশোর বাহিনীর উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলনের আয়োজন করা হয় । এদিন মিত্রমেলা কিশোর বাহিনীর মাঠেও পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস উদ্যাপন করা হয়। পতাকা উত্তোলনের পরে একটি বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত হয়। বাহিনীর সদস্যরা বেশ কয়েকটি গাছ এদিন রোপন করেন সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকার নিয়ে।
পশ্চিম বর্ধমান জেলার সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হল গত ১৩ই আগস্ট আসানসোল কল্যাণপুর recreation ক্লাবে। বাহিনীর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করলেন রাজ্য পরিচালকমন্ডলীর সদস্য তথা পশ্চিম বর্ধমান জেলার প্রধান পরিচালক মাননীয় নিরঞ্জন পাল মহাশয়। উপস্থিত ছিলেন সংগীতের রাজ্য প্রশিক্ষক মাননীয় মানস গাঙ্গুলী, নৃত্য বিচারক মাননীয় রঞ্জন দাস ও সায়নী দাস প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজ্য কার্যকরী পরিষদের প্রধান পরিচালক তথা জেলার মুখ্য সংগঠক মাননীয় প্রবোধ মন্ডল মহাশয়।অনুষ্ঠানকে ঘিরে এলাকার সাংস্কৃতিক প্রেমী মানুষদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আসানসোলের সংগঠক এবং অভ্যর্থনা কমিটির আন্তরিক সহযোগিতায় এই অনুষ্ঠানটি সর্বাত্মক সফল হয়। জেলার প্রথম স্থানাধিকারীরা আগামী ৩ রা সেপ্টেম্বর কলকাতা রাজ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর আগে জেলার বিভিন্ন অঞ্চল যেমন কুলটি, জামুড়িয়া, অণ্ডাল, দুর্গাপুর ইস্পাত, দুর্গাপুর ২ (পূর্ব), দুর্গাপুর ২ (পশ্চিম) ও আসানসোল অঞ্চল সমন্বয় কমিটির উদ্যোগে ভিন্ন ভিন্ন তারিখে অঞ্চল সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
২৭শে আগস্ট পশ্চিম বর্ধমান জেলা কিশোর বাহিনী কার্যকরী পরিষদের পরিচালনায় ও কিশোর বাহিনী দুর্গাপুর ইস্পাতের ব্যবস্থাপণায় অনুষ্ঠিত হল জেলা শিশু কিশোর নাটক প্রতিযোগিতা। ইস্পাতনগরীর রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে জেলার চারটি শিশু কিশোর নাটকের দল তাদের নাটক পরিবেশন করে। নাটকগুলি হোল বিদ্যাসাগর শিক্ষা সহায়তা কেন্দ্র প্রযোজিত নাটক উত্তরণ, শ্রীরামপুর রত্নাকর নাট্যগোষ্ঠী, অণ্ডাল প্রযোজিত নাটক জাগরণ, খান্দরা শিশুমহল নাট্যগোষ্ঠী প্রযোজিত নাটক জগাই মাধাই ও দুর্গাপুরের মিত্রমেলা কিশোর বাহিনী প্রযোজিত নাটক পরশমণি। উত্তরণ নাটকটি প্রথম ও পরশমণি নাটকটি দ্বিতীয় স্থান অধিকার করে। বিচারক হিসাবে উপস্থিত ছিলেন বর্ধমান ড্রামা কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব শ্রী ললিত কোনার ও বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব শ্রী রমাপতি হাজরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোর বাহিনীর উপদেষ্টা শ্রী ধীরেন্দ্রনাথ সুর। ছোটদের নাটক নিয়ে কিশোর বাহিনীর এই উদ্যোগ প্রেক্ষাগৃহপূর্ণ দর্শকবৃন্দ কর্তৃক প্রশংসিত হয়।
২৩ শে জুন বিশ্ব যোগাসন দিবস উদ্যাপন করা হয় মিত্রমেলা কিশোর বাহিনীর সাংস্কৃতিক মঞ্চে। রাজ্য যোগাসন প্রশিক্ষক বরুন দে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। মিত্রমেলার যোগাসন বিভাগের সদস্য ও সংগঠকরা ১ ঘন্টার এটা যোগাসন প্রদর্শনী করে। পরিচালনা করেন যোগাসন প্রশিক্ষিকা শ্রীমতি রেণুকা মুখোপাধ্যায়।
শিক্ষক দিবস উপলক্ষেও মিত্রমেলা শাখাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যোগাসন বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠানে যোগাব্যায়াম প্রশিক্ষিকা শ্রীমতি রেণুকা মুখোপাধ্যায়কে সম্বর্ধিত করা হয়। এরপর সদস্যরা এক ঘন্টাব্যাপী সংগীত, নৃত্য, আবৃত্তির একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উদ্যাপন করে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মিত্রেমেলা শাখার মুখ্য সংগঠিকা অর্পিতা দত্ত।
শিক্ষক দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জামুড়িয়া অঞ্চলে শিক্ষক দিবস উদ্যাপন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করা হয় বীজপুর নেতাজী শিক্ষা নিকেতনে।
কিশোর বাহিনীর ( দুর্গাপুর-২ পূর্ব ) উদ্যোগে ও রায়ডাঙ্গা কিশোর বাহিনীর ব্যবস্থাপণায় রাখী বন্ধন উৎসব অনুষ্ঠিত হয় রায়ডাঙ্গা কিশোর বাহিনীর মাঠে।
৩০শে আগস্ট ২০২৩ কিশোর বাহিনী পশ্চিম বর্ধমান জেলা কার্যালয় ভবন উদ্বোধন হলো জামুড়িয়ার শিবডাঙায়। উদ্বোধন করলেন রাজ্য মুখ্য সংগঠক মাননীয় পীযূষ ধর মহাশয়। উপস্থিত ছিলেন জেলার প্রধান পরিচালক নিরঞ্জন পাল, মুখ্য সংগঠক প্রবোধ মন্ডল সহ আরো জেলা কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যরা এবং শিবডাঙ্গার শাখার ভাই বোন এবং অভিভাবকেরা সম্প্রীতির রাখি বন্ধন উৎসবের মধ্যে একে অপরকে রাখি পরিয়ে এই দিনটি পালন করলেন।
২৪শে অক্টোবর দশমীর সন্ধ্যায় মিত্রমেলা কিশোর বাহিনীর সদস্যরা উপস্থাপন করে একটি শ্রুতিনাটক ‘পূজোর বলি’। রচনা গৌতম চক্রবর্ত্তী, নির্দেশনা অর্পিতা দত্ত। শিবাজী ফুলবাগান দুর্গাপূজা কমিটির আমন্ত্রণে এই অনুষ্ঠানটি হয়।
কিশোর বাহিনী পূর্ব বর্ধমান জেলার সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ২০শে আগষ্ট ২০২৩ ভাতাড় মাধব পাবলিক হাই স্কুলে। এই প্রতিযোগিতায় প্রায় ২০০ প্রতিযোগী অংশগ্রহণ করে। বাহিনীর পতাকা উত্তোলন করে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন রাজ্য কার্যকরী পরিষদের কার্যকরী প্রধান পরিচালক মাননীয় শ্রী প্রবোধ মন্ডল মহাশয়।
এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন পূর্ব বর্ধমান জেলার প্রধান উপদেষ্টা
মাননীয় শ্রী ধীরেন্দ্রনাথ সুর মহাশয়। এই অনুষ্ঠানে জেলা কার্যকরী পরিষদের অধিকাংশ সদস্য
উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে ভাতাড় মাধব পাবলিক হাই স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সমগ্র অনুষ্ঠানটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন রাজ্য কার্যকরী পরিষদের সদস্যা আবেদা বেগম চৌধুরী মহাশয়া।
সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিনি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
২৭শে আগস্ট বর্ধমান সংস্কৃতি লোক মঞ্চে বর্ধমান ফিজিক্যাল কালচারাল সেন্টারের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান
অনুষ্ঠিত হয়। উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পরিবেশিত হয় ভঙ্গীগীতি, ময়ূর ময়ূরী, ছড়া বিভ্রাট, স্বল্প সময়ের একটি ওডিশি নৃত্য, নাটক অরুণ বরুণ কিরণমালা, নৃত্যনাট্য শকুন্তলা, হাসির রাজা চার্লি, যোগাব্যালে, ভরতনাট্যম, গীতিনাট্য আলিবাবা প্রভৃতি অনুষ্ঠান।
৩১শে অক্টোবর পূর্ব বর্ধমান জেলার যোগব্যায়াম প্রতিযোগিতা অনুষ্ঠিত হল জাগরী ভবনে। উপস্থিত ছিলেন জেলার মূখ্য সংগঠক শরৎ কুমার বাগ, পরিচালক মণ্ডলির সদস্য শুভঙ্কর দে, সুধীর ধারা। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধীকারীদের পুরস্কার দেওয়া হয়।