দ্বিতীয় শ্রেণি, কুড়মুন সানরে মডেল স্কুল, পূর্ব বর্ধমান
একের পরে দুই
দুইয়ের পরে তিন,
আয়রে সবাই হল্লা করে-
নাচবো তা ধিন্ ধিন্।
তিনের পরে চার
চারের পর পাঁচ,
আয়রে সবাই গুনবো এবার
ফুল, পাখি আর গাছ।
পাঁচের পরে ছয়
ছয়ের পরে সাত,
আয়রে সবাই খেলা করি-
হাতে রেখে হাত।
সাতের পরে আট
আটের পরে নয়,
আয়রে সবাই দেখবো এবার
চিড়িয়াখানায় কী রয়?
সবার শেষে এলো
নয় আর দশ,
এবার আমরা সবাই
খাব, আখের রস।