নদী-নদী, জলের গদি,
দু’পাড় - ছোঁয়া ঢেউ,
দশ-বিশ নয়, লক্ষ-কোটি,
গুণতে পারে কেউ?
কে জানে, কোন্ দূরের পাহাড়
ওই নদীটার মা!
পার হয়ে যায় গঞ্জ-শহর
অগুণতি সব গাঁ।
মাছরাঙা-চিল-বকের সারি
নদীর ধারের গাছে-
ওড়ে-বসে, সবার নজর
ঢেউ-ভাসি সব মাছে।
বৈঠা-বাওয়া মাঝির ঠোঁটে
ভাটিয়ালির গান,
এই নদীরাই ভাবায় বড়
যখন ডাকে বান।
আহা, নদী বললেই মন
কেমন যেন করে,
মনে মনেই এপার থেকে
ওপার সেতু গড়ে॥