মাঝ - রাতে যখন কেউ থাকেনা জেগে,
আকাশের গায় চাঁদ,একা থাকে লেগে।
ভীষণ সাহসী, ভয় তার নেই কোনো,
সদা দেখি, মুখে হাসি লেগে থাকে যেন।
রাতের শিশিরে চাঁদ, মুক্ত ছড়ায় ;
ভোর হলে ঝোলে তারা ঘাসের ডগায়।
সারা রাত ধরে চাঁদ, আঁকে দুটি পাখা,
প্রজাপতি হবে তার ছোট শুঁয়োপোকা।
আঁধারের ঘরে সে জ্বালায় মৃদু আলো,
ফুলগুলো রাতভর থাকে যাতে ভালো।
ভোর হলে যায় চলে, দূর কোনো দেশে,
আঁধার নামবে যেখানে আলোর শেষে।