এই যে আমি লিখছি ছড়া
হরেক রকম শব্দে গড়া
পড়ছে কি তা কেউ ?
পড়ছে কি তা মনের ভুলে?
শিশির ধোয়া কুমড়ো ফুলে
যেমন করে ঝিলকে ওঠে
রামধনুকের ঢেউ!
পড়ছে কি তা আপন ভেবে?
আপন করে যেমন শাখায়
অজস্র ফুল ফোটে!
খুশির আলো ছড়িয়ে দিয়ে
আকাশে চাঁদ ওঠে!
এই ছড়া কি তেমন কি আর
স্বপ্নে আসে; যায় !
আনন্দে বা দুঃখ শোকে
থাকবে পাহারায় !
তবে কেন লিখছি ছড়া?
মরুর বুকে বসত গড়ায়
লাভ কি আছে মোটে!
তারচেয়ে ভাই গান শুনি গে
দোয়েল পাখির ঠোঁটের৷