ষষ্ঠ শ্রেণি
করোনা এখন চলে গেছে
আমরা এখন সুস্থ।
আমরা সবাই স্কুলেতে
পড়াশোনায় ব্যাস্ত।
মাষ্টার মশাই এখন আর
বলেন না মাস্ক নিতে ।
আমারা সবাই খেলাধুলা করি
স্বাস্থ্য ভালো রাখতে।
দূর্গা পূজার মণ্ডপেতে
নেই কোন আর বাধা।
পুলিশ কাকুরা এসে আর
দেবেন না কোন সাজা।
করোনা তোমায় বিদায় জানাই
এসোনা আর পৃথিবীতে।
বিশ্ব ভূবন ভরে গেছে
হাসি আর আনন্দেতে।