যদি ভুল পথে পা বাড়াও, যেমনটি হতে
পারে সবার
যদি রাস্তা হয় বিপজ্জনক আরো উঁচুতে
উঠতে,
হয়তো তুমি কপর্দক শূন্য কিন্তু খিদে তৃষ্ণায়
কাতর
হাসি মুছে পড়ছে গভীর দীর্ঘশ্বাস,
নেমে আসা বিকেলে পাহাড়ের ছায়া হচ্ছে
দীর্ঘতর,
আশ্রয় নিও ঝর্ণার পাশে গুহায়
পালিয়ে যেয়ো না খাদের গভীর আঁধারে।
জীবন এক অদ্ভুত যাত্রা অবিশ্বাস্য বাঁক
আর মোচড়ে ভরা
শেষ ঘণ্টা বাজার আগে কেটে যায় রুদ্ধশ্বাস
সময়,
কত আপাত ব্যর্থতা পরে জ্বালায় সাফল্যের
আলো,
যদি ধরে রাখতে পারো ধৈর্য ও বিশ্বাস, ক্লান্ত
হলে
একটু ঢিলে দিয়ে আবার চেষ্টা করো নতুন
উদ্যমে,
পালিয়ে যেয়ো না সব ছেড়ে।
ব্যর্থতার তকমা ঘুরিয়ে দ্যাখো ও পিঠে
সাফল্য লেখা
সংশয়ের কালো মেঘে আছে আলোর
রুপোলি রেখা
জানো না কত কাছাকাছি হয়তো গিয়েছ
পৌঁছে
অথচ ভাবছো রয়েছি কত দূরে, আর ভুল
কোরোনা,
আর প্রতিজ্ঞাবদ্ধ হও সাময়িক জ্বালা
যন্ত্রণা ভুলে
যুদ্ধ যতই হোক তীব্র হে যোদ্ধা, সুযোগ বার
বার আসে না
পালিয়ে যেয়ো না মাঝপথে হাল ছেড়ে।