শারদীয়ার সুখ
আবীর মুখার্জি
সপ্তম শ্রেণি, উখরা কুঞ্জবিহারী ইনস্টিটিউশন
আসছেন মা সার্বজনীন
মায়ের আসাতে বাঙালির দুঃখ যে হয় লীন
বাঙালি হয় আনন্দের সম্মুখিন।
পুজো পুজো গন্ধ চারিদিকে ছড়িয়েছে
বাঙালি এখন আনন্দের ঢেউ-এ ভেসেছে
কারণ দুর্গাপুজো যে এসেছে।
মাসখানেক আগে থেকে শোনা যায় পুজোর ছন্দ
শোঁকা যায় না,অনুভব করা যায় দুর্গাপুজোর গন্ধ।
ঘরদোর ঝাড়াঝাড়ি, পরিষ্কার করে যে সবাই
বাঙালি মেতে থাকে পুজোর কেনাকাটায়।
বাচ্চারা ছোটে কাশফুল হাতে নিয়ে
ঠাকুর তৈরি দেখে তারা মন্দিরে, কুমোরটুলিতে গিয়ে।
মহালয়ার দিনে সবাই ওঠে যে ভোরবেলায়
‘মহিষাসুরমর্দ্দিনী’ শোনে সবাই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায়।
বাচ্চারা ফাটায় যে রাস্তায় কত বোম
পুজোর জন্য থাকে না তাদের চোখে আর ঘুম।
আকাশে দেখা যায় মায়ের মিষ্টি মুখ
মনের মধ্যে জমে যায় কত আনন্দের সুখ।
মায়ের আগমনের অপেক্ষার সমাপ্তি হবে শীঘ্রই
পুজো কাটাব আমি, সবার সাথে, করে অনেক হইচই।