মা এখন বিশ্বজনীন
অহংজিৎ বসু
সপ্তম শ্রেণি, বর্ধমান পৌর উচ্চ বিদ্যালয়
পুজো মানেই মেঘের ভেলা,শরতের নীল আকাশ
পুজো মানেই ভোরের শিউলি,পদ্ম আর সাদা কাশ।
আলোর রোশনাই প্যান্ডেলেতে পুজোর হরেক চমক
থিম আর সাবেকিয়ানায় দারুণ জাঁকজমক।
বাড়ির পুজো পরিজনাবৃত,পাড়ার পুজো সর্বজনীন
ইউনেস্কোর স্বীকৃতিতে সেই পুজো আজ বিশ্বজনীন।
আমেরিকা থেকে অস্ট্রেলিয়া নানা উৎসবের আনন্দে
ঠাঁই পেয়েছে দুর্গাপুজো আপন মহিমা ও ছন্দে।।