রূপকথার দেশে 

অলোক কুমার প্রামাণিক

আজকে খোকার বন্ধু হলো

এমন গানের পাখি, 

ডানার তালে ছন্দ নাচে

কাজল কালো আঁখি। 


বলল পাখি সেই ছেলে’কে

আমার দেশে যাবে? 

সেথায় গেলে চাঁদের পাহাড়

শুক সারি’কে পাবে। 


গল্প অনেক শুনবে তাদের

শুনবে ভালো গানও

চাঁদ পাহাড়ে বন্দি কতো

দেখবে দৈত্য দানো। 


সুরের জালে বৃষ্টি সেথায়

ইচ্ছে মতো-ই মেঘ

ছন্দ সুরেই প্রজা পালন

নেই রাজার উদ্বেগ॥‌