এবারের পুজো

অনুপম ঘোষ

পঞ্চম শ্রেণি, মোহনপুর হাই স্কুল

প্রত্যেক শরৎ কালে দুর্গাপুজো হয়।  আকাশে পেঁজা তুলোর মতো মেঘ দেখা যায়। মাঠে কাশফুল ফোটে, মন খুশিতে ভোরে ওঠে।

     এবারের পূজোয় সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী এই দিনগুলি আমি আনন্দ করে কাটাতে চাই। সবসময় মনে ভাবছি কোন দিন বাইরে ঠাকুর দেখতে যাব। এবার তো শুনছি অষ্টমী আর নবমী একই দিনে পড়েছে। ঠাকুর দেখার দিনও তাই কমে গেল। আমাদের গ্রামে মোট ৪টি প্রতিমা আসে ৪টি পাড়ায়। খাঁ পাড়া, গোঁসাই পাড়া, বামুন পাড়া আর কুমোর পাড়া। সপ্তমীর দিন পাঞ্জাবী পরে ঘট আনতে যাবো, অষ্টমীর দিন অঞ্জলি ও লুচি ভোজ হবে, নবমীতে মাংস ভাত খাবো আর দশমীতে বিসর্জন হবে। বিসর্জনের সময় মনে হয় মা দুর্গা আর ক’দিন থাকলে ভালো হতো।