নতুন দিনের আনন্দ 

অপূর্ব কুমার কুণ্ডু

আমার ইচ্ছে, হাতটা বাড়িয়ে ছুঁয়ে থাকি ধ্রুবতারা, 

তারায় সাজানো আকাশ আমাকে দেখবে অবাক চোখে। 

ইচ্ছে আমার গানের জন্যে তুলে নেবো একতারা, 

আমার গানের সুর ভেসে যাবে সুদূর সৌরলোকে।


আমার ইচ্ছে, খর-রৌদ্রের একমুঠো নিয়ে হাতে, 

ছুটে যাবো বেশ অন্ধকারের প্রাচীরে আঘাত করে.... 

আলোর খবর পাঠাবো আবার সকলের ঠিকানাতে। 

চিঠিটা আমার থাকবে যে লেখা রৌদ্রের অক্ষরে।


আমার ইচ্ছে, সাগরের ঢেউ উঠবে যখন দুলে, 

যত যন্ত্রণা, যত গ্লানি, সব ঢেউ করে দেবে দূর। 

দুটো হাত তুলে থাকবো দাঁড়িয়ে তখন সাগর কূলে, 

আমার মুঠোতে রৌদ্র তখন বাজাবে আলোর সুর।


ধ্রুবতারা ছুঁয়ে স্বপ্নে সাজাবো আমার পৃথিবীটাকে, 

আমার এমন ইচ্ছেটুকুই দিচ্ছে এখন ডাক। 

আমার মুঠোর রৌদ্রের রঙ নতুন ছবিটা আঁকে, 

নতুন দিনের আনন্দে আজ পৃথিবীটা ভরা থাক।