আমার সে জন: ঘুড়ি

অরবিন্দ সরকার

কিশোর বেলার ইচ্ছে ঘুড়ি উড়ে বেড়ায় 

রঙ বেরঙের পাখনা মেলে 

স্বপ্নে স্বপ্নে মজা ওড়ে 

পাহাড় শীর্ষে গানের মত 

পেট কাটি, বগ্গা, তিলোকধারী 

সতরঞ্চ নামের ভালো লাগায় বিভোর তখন 

মাঞ্জা করতে সারাটা দিন কাটে। 

তারপর লাটিমের সুতো বাঁধা 

ফুরুৎ ফুরুৎ আমার মন পছন্দের সেজন নীলাকাশে 

ডানা মেলে মহোৎসবে।

মনে পরে কত কিছু,

ঘুড়ির লড়াই দেখতে দেখতে 

দ্বিচক্র যান সহ খালের জলে 

  চিৎ পটাঙ্ 

আজও ছন্দে ছন্দে মনের আনন্দে 

ঘুরে আসে ফিরে আসে 

জয়ধ্বনির মধুর বেশে।