আর জি কর

অসীম ঘোষ

দিকে দিকে ঐ যায় মিছিল-

ভিন্ন হলেও রয়েছে মিল,

এক স্লোগান, একই স্বর-

আর জি কর! আর জি কর!

সকলেই আজ চাই বিচার,

সইবে না আর অত্যাচার;

আর জি কর দিচ্ছে ডাক-

অপরাধীরা শাস্তি পাক।


অপরাধীর বিচার চাই-

বিচার চাই, বিচার চাই।

সবখানেই আর জি কর,

সব মেয়ে ফের ফিরুক ঘর।


মানুষ জাগছে দিকে দিকে,

একটাই রব চারিদিকে-

অন্যায় সাথে আপোষ নয়,

রক্তচক্ষু দেখাক ভয়-

ঊর্ধ্বে তুলব প্রতিবাদী হাত-

আমরা ঘুচাব ভয়ের রাত।