হোম
সূচিপত্র
হচ্ছেটা কী দেশটা জুড়ে?
যত্রতত্র বদমায়েশি?
বলছে সবাই করুণ সুরে
রক্তে মেশে কান্না হাসি।
লম্বালম্বি করছে যে ভাগ
লম্পট আর দুষ্টু লোকে।
রসিকজন গাইছে বেহাগ
বন্ধু কাঁদে ভাইয়ের শোকে।
যমরাজ আজ ব্যতিব্যস্ত
হম্বি তম্বি হেস্ত নেস্ত।