ইতিহাস বলবে কথা 

বিপাশা চট্টোপাধ্যায়

ইতিহাস বলবে কথা। 

ইতিহাসই বলবে কথা।

ক্ষমতার দম্ভ, নাকি 

জিতবে নৈতিকতা!


ক্ষমতা বাঁধতে পারে 

মানুষের মুখের কথা। 

সে বাঁধন ছিঁড়তে পারে 

মানুষেরই নৈতিকতা।


ক্ষমতা আড়াল করে 

বিবেকের যে স্বচ্ছতা, 

সে আড়াল ঘোচায় শুধু 

মানুষের নৈতিকতা।


ক্ষমতার মত্ত গতি 

যখনই খরস্রোতা,

সে ভাঙন রুখতে পারে 

দৃঢ় এক নৈতিকতা।


ক্ষমতার বজ্র মুঠোয় 

অসহায় যে শুভ্রতা! 

যুগে যুগে তাকেই ফেরায় 

স্পর্ধিত নৈতিকতা।