সিংহ এবং
চুনী দাশ
সিংহ গোহায় থাকে বাঘ থাকে বনে
শেয়াল হুককাহুয়া ডাকে ক্ষণে ক্ষণে।
হায়েনারা দলবেঁধে পরের শিকার—
সবে মিলে কেড়ে নিয়ে করে অধিকার।
চিতার মুখের গ্রাস হায়েনারা খায়
সিংহ দেখলে ওরা দৌড়ে পালায়!
হরিণের শিং-জোড়া— হরিণের কাল
জড়ালে লতায় শিং হয় নাজেহাল!
বাঘ চিতা সিংহরা হরিণেরে ধরে—
গলায় ফোটায় দাঁত এক অবসরে।
তারপর হরিণেরে লুটেপুটে খায়,
শেয়াল শকুন দূরে লোলুপ-তাকায়।
হাতিকে সবাই ওরা সেলাম জানায়
দূর থেকে দেখে সেই ভাগে পায় পায়!
জেব্রা জিরাফ বনে থাকে বেঁধে দল
দল-বল সকলেরে করেই সবল॥