নীরবেই হোক না এবার দুর্গতি নাশিনী দেবী দুর্গার অকাল বোধন
ধীরেন্দ্রনাথ সুর
দেখতে দেখতে আবার এসে গেল আর একটা শরৎ। শরৎ মানেই নীল আকাশে সাদা মেঘের ভেলা আর মাটিতে সাদা কাশের মেলা। শরৎ মানে শারদ উৎসব। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। নতুন জামা কাপড়ের গন্ধ। বাঙালির সাংস্কৃতিক জীবনেও কত আয়োজন। ছোট বড় সবার কত ছোট বড় শারদীয় রঙবেরঙ এর পত্র-পত্রিকার সমাহার। পুজোর ক’টা দিন মণ্ডপে কত লোকের সমাগম। বৎসরান্তের এই আনন্দ উৎসবের জন্য আপামর বাঙালি গভীর আগ্রহে দিন গোনে।
কিন্তু তোমরা এবার নিশ্চয়ই লক্ষ করেছ আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে ৯ আগস্ট রাতে কর্মরত একজন তরুণী চিকিৎসকের রহস্যজনক মর্মান্তিক মৃত্যুর ঘটনায় রাজ্যের সমস্ত মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন। তাঁদের প্রতি সহমর্মিতা জানিয়ে তোমাদের অনেকের বাবা-মা, সমাজের সর্বস্তরের মানুষ রাতের পর রাত বিচার চাই দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছেন। সংবাদপত্র বলছে স্বাধীনতার পর একজন প্রতিভাময়ী তরুণী চিকিৎসকের মৃত্যুর ন্যায় বিচার চেয়ে পশ্চিমবাংলা সহ গোটা দেশ এবং দেশ পেরিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে এত বড় স্বতঃস্ফূর্ত শান্তিপূর্ণ গণজাগরণ আগে কখনও হয়নি। তাই এবার শারদোৎসবে সংবেদনশীল মানুষের মন ভারাক্রান্ত।
এরই মধ্যে অতিবর্ষণের ফলে দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলায় বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক বন্যায় কবলিত হয়ে পড়েছে এবং হাজার হাজার মানুষ পুজোর আগে ঘরবাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন।
এই সামাজিক এবং প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেই আসছে এবারের পুজো। আর জি করের অভয়ার হত্যার বিচারের দাবিতে সারা রাজ্যে রাতের পর রাত লক্ষ লক্ষ মানুষ শান্তিপূর্ণ মানব বন্ধনে সামিল হচ্ছেন। এর মধ্যে ৮ থেকে ৮০ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা যাচ্ছে। একই সঙ্গে সর্বস্তরে ধরা পড়ছে প্রাতিষ্ঠানিক ব্যাপক দুর্নীতির কলঙ্কিত কাহিনীর। ভীতি প্রদর্শনের ভয়ঙ্কর সব কাহিনী। এবার পুজোর দিনগুলিতে অভয়ার কথা মনে রেখেই অনেক পুজো কমিটি সিদ্ধান্ত নিয়েছেন এবার পুজো হবে কিন্তু উৎসব হবে না। আমাদের কিশোর-কিশোরীরাও সমাজের বর্তমান এই অবস্থার আঁচ থেকে দূরে থাকতে পারে না। সমাজের এই দুষ্ট চক্রের আক্রমণ তাদের উপরও নেমে আসতে পারে। তারা নিশ্চয়ই খবরে পড়েছে বা টিভিতে দেখেছে এবং শুনেছে অভয়ার মা বাবার সেই বুকফাটা আর্তনাদ ‘আমাদের সংসারে আর কোন দিন উৎসবের আলো জ্বলবে না’। তারা নিশ্চয়ই শুনেছে হাওড়ার তারা সুন্দরী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার আহ্বান ‘আমরা এবার সমাজ শোধনের উৎসব করব’। তাই অভয়াকে স্মরণ করে লক্ষ লক্ষ দুর্গার সুরক্ষার শপথে নীরবেই হোক না এবার দূর্গতি নাশিনী দেবী দুর্গার অকাল বোধন।