এবার পুজোয় হরষে বিষাদ
দিয়া বাগ
নবম শ্রেণি, মোহনপুর উচ্চ বিদ্যালয়
মা দুর্গার আগমনে
শিশু-কিশোর মাতোয়ারা
শিশু থেকে বৃদ্ধ সবাই
হয়েছে দিশাহারা।
কাশফুলেতে ছেয়ে গেছে মাঠ
চারিদিকে অগাধ খুশির হাট
আকাশ ঘিরে সাদা তুলো
মেঘেরা ভুলেছে খেলা ধুলো।
মহালয়ার দিন পেরুলে
রংয়ের গন্ধে তুলির টানে
কুমোরটুলিতে মিষ্টি ঠাকুর
ফোঁটায় মায়ের চোখ।
আর ঠিক কদিন পরে
মা আসবে নিজের ঘরে
আমরা সবাই অপেক্ষায়-
খুশিতে দিন বয়ে যায় -
কবে মা দেখতে পাব
তোমার মিষ্টি মুখ।
নতুন জামার গন্ধে আকুল।
শিশু থেকে বৃদ্ধ
আড্ডা আসর জমজমাটে
দিনগুলি সমৃদ্ধ।
তবু আজ পুজোর বাজনা
তেমন করে বাজেনা
ঘরের মেয়ের বিসর্জনে
আনন্দ করা সাজে না।
এবার পুজোয় এলেও তুমি
জগজ্জননী মা
মনের মাঝে থাকবে জেগে
আমাদের তিলোত্তমা।