ঠিকঠিকানা
হান্নান আহসান
মজায় মোড়া মুখরোচক
ভূতের নানা প্রকারভেদ
শ্মশানঘাটে গোরস্থানে
ভূত দেখিনি বড্ড খেদ।
বাউন্ডুলে আরামপ্রিয়
গবগবিয়ে বাড়ছে মেদ
ইস কী বোকা, এই যে আমি
ভূত দেখিনি বড্ড খেদ।
ভূতরা নাকি প্রতিচ্ছায়া
পরাক্রান্ত, বেজায় জেদ
সন্ধে-দুপুর উথালপাতাল
ভূত দেখিনি বড্ড খেদ।
ভূতের মাসির ঠিকঠিকানা
খুঁজতে গিয়ে ঝরছে স্বেদ
মাথার ভিতর ঘুরছে শুধু
ভূত দেখিনি বড্ড খেদ।
রাত জেগে রোজ ভূত পড়েছি
হাজার বারো অনুচ্ছেদ
একটিও ভূত জ্যান্ত পেলে
মিটতো আমার মনের খেদ।