যেমন বলেন তেমন চলি 

লক্ষ্মণ দাস ঠাকুরা 

যেমন বলেন আপনি, আমি তুমি ঠিক চলি তেমনি 

উকুন রেখে চুলের মাঝে বেঁধে দিই লম্বা বিনুনী

আপনি খান ঠেসে  আমরা ঢেকুর তুলি সাবধানী 

এটাই নতুন সংস্কৃতি হয়েছে এখন আমদানি ।


জাবর কাটা চলছে এখন তাবড় তাবড়  উৎসবে

স্তাবকতায়  ভরিয়ে দিলে মিলবে  সম্মান বৈভবে 

উল্টো পথে হাঁটলেপরে ডান্ডা মেরে জেলে দেবে

এমনটাই চালু করেছেন হীরক রাজা অনেক ভেবে। 


কাব্য কবিতা গবেষণা গান বন্দী থাক সিন্দুকে

আমরা থাকি হাত তুলে ওদের হাত   বন্দুকে

এদিক ওদিক করলে এখন ছুটবে গুলি সম্মুখে

উল্টো খাতে বয়ে  দেবে ভারত মহা সিন্ধুকে ।

 

খোলসের আড়াল হতে বের হতে পারলে একবার

সামনে দেখি দাঁড়িয়ে আছে  ইতিহাসের ই হিটলার

বলছে -মেরেছি বেশ করেছি আমিই হ্যাপি  ট্রিগার

কবি বলছেন আছে সময় এখনো শোধরাবার ।