আগমনির সুর 

নির্মল করণ 

নীল আকাশে পেঁজা তুলো

শরৎ এল যেই

ছুটির ছবি উঠল ভেসে

ঢাকের কাঠিতেই। 


খাচ্ছে দোলা শিশির কণা

দূর্বা ঘাসে চড়ে

আলের পাশে কাশফুলেরা

দেখছে দু’চোখ ভ’রে।


বইছে বাতাস আহ্লাদে খুব 

শিউলি সুবাস মেখে

আর কতক্ষণ মেঘগুলো সব

রাখবে সূর্য ঢেকে?


ডাইনে-বাঁয়ে হাসছে দেখো

সোনালী রোদ্দুর 

সবার মনের উঠোন জুড়ে

আগমনীর সুর।