শরৎ চিঠি
প্রদীপকুমার সামন্ত
শরৎ চিঠি লিখছে দেবী
ভোরের শিশির গায়
মহালয়ার ভোরটি রাঙে
অপরূপ ফুলছায়।
কাশ-শিউলি টগর ছোঁয়ায়
পুজো পুজো সব গন্ধ
আলোকেরই ঝর্ণাধারায়
নতুন গানের ছন্দ।
সাদা মেঘের হংসপাখায়
দেবীর হাসি মুখ
আগমনীর সুরের পরশে
পুলকে ভরে বুক।
শাপলা-শালুক পদ্ম হাসে
খাল-বিলেরই জলে
মনময়ূরী পেখম তুলে
পুজোর কথাই বলে।
সবুজ বরণ প্রকৃতি হাসে
প্রভাতফেরীর আলোয়
উৎসবে মন হোক রঙিন
দিনটা কাটুক ভালোয়।