অপেক্ষা

প্রত্যুষা মণ্ডল

অষ্টম শ্রেণি, বীজপুর নেতাজী শিক্ষা নিকেতন

রোজ বসন্তে যে আকাশে

স্বপ্নের রঙ মাখা,

মেঘলা দিলে সে আসমানে

আজ দুঃখের কালিমা আঁকা।


জানি না কেন এর কারণ

বুঝি মুখ ফুটে বলা বারণ?


ভেসে ভেসে মেঘ অচিন দেশের

কতনা খবর আনে,

বাগানেতে শত ঝরাফুল

তারা সুখের উপায় জানে।


সে সুখ কুড়িয়ে নিও,

আপন কালো দুঃখ ভুলে যেয়ো।


দেখো একদিন মেঘ কেটে যাবে

রাত্রির কালো আঁধার ঘোচাবে

চাঁদের জ্যোৎস্না আলো।