আমার শপথ

সঞ্চিতা মজুমদার

অনেকটা পথ পেরিয়ে আসা।

তবু নতুন লাগে প্রতিটি দিন। 

নতুন শিক্ষা নতুন মুখ 

নতুন নতুন পায়ের ছাপ।

আমার মননে আমার চেতনায় 

আবার এনে দেয় চির সবুজের দোলা।

মনে হয় সম্পৃক্ত আমি! 

আবার ছোট্ট শিশুর ভাষা 

অভিজ্ঞ করে তোলে পুনরায়।

জীবনের উঁচু নীচু পথে 

বহু অজানা প্রশ্নের 

জবাব মিলেছে সহজে।

পেয়েছি সাহচর্য বহু সাথীর।

হাতে মিলিয়েছি হাত।

নানা পথ মিলেছে একসাথে 

গড়েছি জীবন,তুলেছি ঢেউ

আমাদের এই সুতোয় বাঁধা প্রাণে।

নিস্পন্দ নীরব প্রাণের কক্ষ 

মুখর হয় তাদের হাসিতে ভাষায় ।

নিয়ম মেনে এই দিন আসে। 

খুশিতে ভরে থাকে মন প্রাণ। 

নতুন কিছু করব বলে 

আবার শপথ নেয় এই প্রাণ! 

কারিগর মোরা, জীবনের সকল পথে!

কারিগর মোরা, নতুন জীবন করতে!

শিল্পীর চোখে, তুলির আঁচড়ে 

প্রাণে প্রাণ দিয়ে প্রতিষ্ঠা দিতে

লড়বো, শেখাবো, শিখবো আবার।

আকাশ ভরা আলোর ধরায়

শিশির ধোয়া সবুজ ছোঁয়ায় 

‌নতুন প্রদীপ জ্বালো।

ভাঙা পথে হোঁচট খেয়েও 

মানুষ ওদের গড়বো।

মানবিকতার ধ্বজা মোরা

মাথায় তুলে রাখবো।