বাবাকে ফোন

শীতল চট্টোপাধ্যায়

উড়ু-উড়ু মনটা শুধুই

এখান-ওখান চায় যে ওড়া,

এক উড়াতেই পৌঁছুতে চায়

কাশফুলে চর যেথায় জোড়া।


আসছে পুজো-আসছে পুজো

স্কুল সাথিদের বলাবলি,

স্কুলের পথে পদ্ম পুকুর

মন বলে- জাগ পদ্মকলি।


আশ্বিনে রোদ নিজের তাপে

লাগতে থাকে মাথায়-গায়ে,

তবু সে রোদ-রোদ যেন নয়

পুজোর আলো ডাইনে-বাঁয়ে।


সত্যি-সত্যি পুজোর ছুটির

ঘন্টা যেদিন স্কুলের শেষে,

তক্ষুনি ঠিক সব দিকেতেই

পুজোর হাসি উঠল হেসে।


পুজোর খুশি ধরতে-ধরতে

স্কুলের মেয়ে ফিরল বাড়ি,

বাড়ি ফিরেই বাবাকে ফোন

আমার ফ্রক আর মায়ের শাড়ি।