বই 

সৌমজিৎ মন্ডল

তৃতীয় শ্রেণি, কুড়মুন হরিজন অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় 

বইতে আছে নানান জ্ঞান,

যেগুলি যায় জানা।

বই পড়লে আমাদের 

থাকবে না কিছুই অজানা। 


বইয়ের আছে নানান নাম 

পুস্তক,কেতাব,গ্রন্থ।

এটাই হলো আমাদের

জীবনের,মূল্যবান রত্ন।


ছোটদের ভালো লাগে-

নানান গল্প ছড়া,

কমিক্স দেখলে তো,

তারা হয়ে যায় আত্মহারা।