তোমরা কিশোর তোমরা ভাবো

সুব্রত ভট্টাচার্য (শলপ) 

আজকাল যেসব কাণ্ড ঘটছে বোলো না হে বোলো না 

পরের কথায় কান দিয়ে ভাই তোমরা যেন চোলো না। 

মানছি লোকটার তেল চিটচিটে ছিন্ন পোশাক পরণে

পারম্পর্য থাকছে না তার কথা বলার ধরনে, 

তাহলেই সে ছেলেধরা? ছেলে চুরির মতলবে 

এলাকাতে ঘুরছে সে যে কী করে তা সম্ভবে? 

মানছি যেটা রটে গেছে সত্যি হলেও হবেও তা 

চোর ছ্যাঁচড়ও হতে পারে মানছি কথার সত্যতা। 

কিন্তু এটাও অসম্ভব নয় মাথায় আছে  গন্ডগোল 

মনে আঘাত পাবার পরেই পাল্টে হল এমন ভোল! 

কিংবা ধরো লোকটা ছিল ঘোরতর সংসারী 

ছেলেপুলে বউকে নিয়ে কাটছিল বেশ দিন তারই। 

করোনার পর হঠাৎ করেই বন্ধ হল কারখানা 

কয়েক মাসের পরেই চলছে সবার উপোস একটানা। 

কাজ না পেয়ে দিশেহারা, তাইতো এমন আচরণ 

কিন্তু এমন ভাবনা মাঝে কাটছে কি কেউ সন্তরণ? 

গাছের সাথে বেঁধে কেমন মারছে দেখো লোকটাকে 

তোমরা কিশোর তোমরা ভাবো আটকে দাও এই ঝোঁকটাকে।

দোষী কিংবা নির্দোষী হোক, মার না মেরে থানাতে 

নিয়ে গিয়ে হাজির করো নয়তো থানা টানাতে।