তোরাই দেশের স্বপ্ন আশা 

সুমঙ্গল দে 

তোদের নিয়ে স্বপ্ন আশা

বুকের মাঝে কত, 

ওরে তরুণ অরুণ আলো 

জাগো বীরের মত।


তোরা দামাল কামাল পাশা 

কাঁচা কিশোর তাজা,

আঁধার রাতে বাধার পথে 

বাজা বিষাণ বাজা।


তোরা সৃষ্টি তোরা প্রলয় 

তোরা মোহন বাঁশি, 

দুঃখ সুখে  সবার মুখে

ফোটাস তোরা হাসি। 


তোরা ফাগুন তোরা আগুন 

প্রতিবাদের ভাষা, 

ঝড় তুফানে প্রবল বানে

তোরা দেশের আশা।


শক্তি তোরা সাহস তোরা 

উচ্চে তুলে শির,

জোয়ান হয়ে দেশ বাঁচাতে 

মরণজয়ী বীর।