আছে, নেই
সুনির্মল চক্রবর্তী
দরদাম আছে ভাই দরাদরি নেই
চোর ও পুলিশ আছে ধরাধরি নেই।
রূপকথা আছে বটে কোনো পরি নেই,
হেডমাস্টার আছে হাতে ঘড়ি নেই।
কুস্তিগিরেরা আছে লড়ালড়ি নেই,
আইন কানুন আছে কড়াকড়ি নেই।
দিনরাত চলে ঠিক কোনো ঘড়ি নেই,
লক্ষণ রেখা আছে কোনো খড়ি নেই।
ছাদ আছে দিদিমার কোনো বড়ি নেই,
নদী আছে ঢেউ আছে কোনো তরী নেই।