মন কেমনের স্বপ্ন

টুম্পা মিত্র সরকার

এই কিছুক্ষণ আগেই হাটের ভিড় কমেছে রাস্তাটাতে

এক দঙ্গল পানকৌড়ি মেঘকে ছুঁয়ে যাচ্ছে ফিরে

কেবল ক’টা মাঠাল ঘুঘু শানবাঁধানো ঘাটের পাশে

বুনো ঝোপের আঁধারপুরে সন্ধেটাকে নামায় ধীরে৷


ব্যস্ততা নেই কারোর কোনোই, আবছা আলোয় আকাশ ঢাকে

মিষ্টি হাওয়া বইতে থাকে সন্ধ্যামণির পাপড়ি জুড়ে

একটা-দুটো জোনাই পোকা ঝাঁকড়া লেবুর মাথার উপর

ঝিকমিকিয়ে কী উচ্ছ্বাসে হাওয়ার গানে যাচ্ছে ঘুরে ৷


কালিমাখা পুকুরটাতে ঝিমোচ্ছে চাঁদ একলা বসে 

তারার মালা উঠছে সেজে একেক করে মেঘের পাশে

আকাশ এবং মাটির খুশি উঠছে বেজে একটা সুরে

বুঝতে পারি এমন সময় মন কেমনের স্বপ্ন ভাসে৷