স্বপ্নের অপমৃত্যু
ঊষসী মুখোপাধ্যায়
দশম শ্রেণি, শিপতাই মহুলা সতীরঞ্জন বিদ্যামন্দির
কদিন ধরে খবর শুনে
ভীষণ খারাপ মনটা।
কোথায় আমার হারিয়ে গেল
আর.জি.করের বোনটা॥
সেও তো, কারও দিদি ছিল
কিংবা কারও মাসি।
করতো সে যে দেশের সেবা
তাই, তাকেই ভালোবাসি॥
সেই মেয়েটা করতো সেবা
নিজের মন ও প্রাণটা দিয়ে।
পূর্ণাহুতির হোমের আগুন
উজ্জ্বল হয় টাটকা ঘিয়ে॥
তোমার মতো মেয়েরা
মরেও তো না মরে।
করতে তুমি দেশের সেবা
ওই যে আর.জি.করে॥
তোমায় মারার কারণটা কি?
পাইনা খুঁজে মানে।
মরেও তুমি থাকবে বেঁচে
জনগণের প্রাণে॥